সোমবার সকালে ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়ন পরিষদে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা দেয়ার মধ্যে দিয়ে দরিদ্র কল্যাণ তহবিল চালু করা হয়েছে।
সোমবার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার গোলবুনিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ আকনের স্ত্রী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত নুর জহান বেগমকে প্রথমবার চালু হওয়া ইউনিয়ন পরিষদ কল্যাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তায় হিসাবে ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এ সময় খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: তাইজুল ইসলাম তাজু সরদারসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, তার ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র মানুষের চিকিৎসা ও উচ্চ শিক্ষাসহায়তার জন্য স্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ দরিদ্র কল্যাণ তহবিল চালু করা হয়েছে। এ তহবিলে এ পর্যন্ত অর্ধ লাখ টাকা জমা হয়েছে। ইউনিয়ন পরিষদের সেবা খাত থেকে অর্থ সংগ্রহ করে আপাতত এ তহবিল গঠন করা হয়েছে। ভবিষ্যতে মানুষের কাছ থেকে অনুদান নিয়ে তহবিলের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হবে এবং শুধু মাত্র খোন্তাকাটা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দরিদ্র মানুষ এ তহবিলের সহায়তা পাবে বলে চেয়ারম্যান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস